
প্রকাশিত: Mon, Jul 17, 2023 12:48 AM আপডেট: Tue, Jul 1, 2025 8:20 PM
[১]ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়
সাঈদুর রহমান: [২] ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। সেই সঙ্গে ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
[৩] রোববার (১৬ জুলাই) মিরপুরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে হয় ৪৪ ওভার।
[৪] ব্যাটিংয়ে নেমে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১১৩ রানে ভারতীয় মেয়েরা অলআউট হয়। ৪০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
[৫] ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের বোলার মারুফা আক্তার।
[৩] ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার শুন্য এবং মুরশিদা খাতুন ১৩ রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ফারজানা হককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনে মিলে গড়েন ৪৯ রানের জুটি। ফারজানা ২৭ রানে আউট হলে, ৮ রান করে তার দেখানো পথে পা রাখেন রিতু মনি। এরপর ৬৪ বলে ৩৯ রানে নিগার সুলতানা আউট হলে আর কেউ ব্যাটিংয়ে ভরসা জাগাতে পারেননি। শেষ পর্যন্ত ফাহিমা খানের অপরাজিত ১২ রানে ভর করে ১৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ।
[৪] এরপর সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয় মেয়েরা। ১১ রানে স্মর্টি মানধান এবং ১০ রানে প্রিয়া পুনিয়াকে ফিরিয়ে চাপ সৃষ্টি করে টাইগ্রেস বোলাররা। এরপর অধিনায়ক হরমনপ্রীত কৌরের (৫) উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইন। জেমিমাহ রদ্রিগেজ ১০, দিপ্তী শর্মা ২০, আমানজোত কোর ১৫ রানে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।
[৫] বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মারুফা আক্তার। এছাড়াও তিন উইকেট শিকার করেন রাবেয়া খান। নাহিদা আক্তার ও সুলতানা খাতুনও একটি করে উইকেট শিকার করেন। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
